কবরস্থান থেকে লাশ চুরি

কবরস্থান থেকে লাশ চুরি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের পশ্চিম চিত্রাপাড়া কবরস্থানে মঙ্গলবার রাতের বেলা তিনটি লাশ চুরি হয়েছে। আজ বুধবার সকালে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মৃত ব্যক্তিদের স্বজনরা কবরস্থানে এসে কান্নায় ভেঙে পড়েন। তাদের কান্নায় পুরো এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা জানান, কবরস্থানে মোট ছয়টি কবর খোঁড়া অবস্থায় পাওয়া যায়, তবে তিনটি কবরের লাশ অনুপস্থিত ছিল। এই তিনটি লাশ চুরি যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। লিয়াকত আলী, চাঁদ মিয়া ও বায়জিদ হোসেনের কবর থেকে লাশ চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের স্বজনরা কবরস্থানে এসে চুরির বিষয়টি নিশ্চিত করেন এবং কাফনের কাপড়, শরীরের অংশ ও চুল পড়ে থাকতে দেখেন। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং মৃত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।